ধর্ম, বর্ণ, ভিন্নমত,সবার জন্য খেলাফত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৩-২৪ সেশনের সমাপনী শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১ মে ২৫ইং দুপুর দুইটায় হোটেল শেরাটন কনফারেন্স হলে, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল করিম, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা।
প্রধান অতিথি: মাওলানা জালালুদ্দীন আহমদ, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস। বিশেষ অতিথি: মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা । মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা ফজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। পরে প্রধান অতিথি ২০২৫ অধিবেশনের জন্য মাওলানা আব্দুল করিম কে সভাপতি, মাওলানা জুবায়ের আহমদকে নির্বাহী সভাপতি ও মাওলানা ইলিয়াস কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।