গাজীপুর জেলার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গার্মেন্টস কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা অনুযায়ী বেতন পরিশোধ করেনি।এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল থেকে এই অবরোধের ফলে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিকরা জানান, যতক্ষণ না তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না।
এই ঘটনার ফলে আবারও গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যায্য অধিকার, বেতন-বোনাস ও কাজের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন উঠেছে।