ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পাস পরীক্ষা ২০২৩ এর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ২০ মে থেকে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়(IAU) পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৩ এর ফলাফল গত ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে।
ফলাফলে সন্তুষ্ট নয় এমন শিক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী তাদের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে ইচ্ছুক, তারা আগামী ২০ মে ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে পারবে। প্রতি বিষয় কোডের জন্য নির্ধারিত ফি-৮০০ টাকা।
১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) এ প্রবেশ করে Payment মেনুতে যেতে হবে।
২. Re-scrutiny অপশনে গিয়ে পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
৩. সাবমিটের পর Payslip ডাউনলোড করে অগ্রণী ব্যাংক পিএলসি-এর যেকোনো শাখায় টাকা জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।