পাবনার আটঘরিয়া দেবোত্তর ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ও পরবর্তীতে জামায়াত অফিসে অগ্নিসংযোগ এবং কুরআন পুড়ানোর প্রতিবাদে পাবনা- চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ মে রাত আটটার দিকে বিএনপির সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ আটঘরিয়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহব্বায়ক আছিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর নেতৃত্বে উপজেলা জামায়াতের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ সময় কুরআন হাদিস সহ অন্যান্য বই-পুস্তক পুড়ে ভস্মীভূত হয়। এ সময় সন্ত্রাসীরা দেবোত্তর বাজারে আশেপাশে জামায়াত সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।
এ ঘটনার প্রতিবাদে ১৬ মে সকালে স্থানীয় জনসাধারণ ও জামায়াত নেতাকর্মী আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে সমবেত হয়ে পাবনা চাটমোহর -ভাঙ্গুড়া- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে তা প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। প্রতিবাদ সমাবেশে আটঘরিয়া উপজেলা মাওলানা আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এস এম সোহেল, উপজেলা আমীর মাওলানা নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমীর মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সকালে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল আটঘরিয়া উপজেলা জামায়াত অফিস উপস্থিত হলে স্থানীয় জনসাধারণ উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে কথা বলেন এবং অফিস ভাঙচুর ও পোড়ানো সকল কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বিএনপির সন্ত্রাসী বর্বর রচিত হামলা কোরআন হাদিসের বই পোড়ানোর তীব্র নিন্দা প্রকাশ করেন।