ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

জাবি ছাত্রদলের এসএমএস, নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা!

শিক্ষা ডেস্ক
মে ১৭, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নাম্বারে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচির এসএমএস (খুদে বার্তা) পাঠিয়েছে জাবি শাখা ছাত্রদল। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মেসেজ পাঠিয়েছেন তারা। মেসেজ পাওয়ার পরই শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিশ্ববিদ্যালয় কারা চালাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য কি প্রশাসন বেঁচে দিচ্ছে? আমার বিশ্ববিদ্যালয়ে দেওয়া ফোন নাম্বারে মেসেজ এলো এই প্রোগ্রামের। পরে খোঁজ নিয়ে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছেই গিয়েছে। যে নাম্বার আমরা ভর্তি হওয়ার সময় ব্যবহার করেছিলাম সেই নাম্বারে এই মেসেজ এসেছে। একটা রাজনৈতিক দলের হাতে শিক্ষার্থীদের এই তথ্য কারা তুলে দিলো? আমাদের এই প্রাইভেসি রক্ষার দায়িত্ব তো প্রশাসনকে আমরা দিয়েছিলাম। প্রশাসন এটা কীভাবে কারো হাতে এটা তুলে দিলো? আমরা কীভাবে নিশ্চয়তা পাব যে প্রশাসন আমাদের অন্য আরো যাবতীয় তথ্য বিক্রি করে দেয় নাই!

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।