গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগ এর সাবেক এমপি ও শিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তারের বিষয়টি ডিএমপির যুগ্ন কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম নিশ্চিত করেন।
মমতাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গতবছরের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মমতাজ। এছাড়া মানিকগঞ্জ-২ আসনের এমপি থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল বিত্ত বিভবের মালিক হওয়ার বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।