ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. বিনোদন
  4. বিশ্ব
  5. মতামত
  6. রাজনীতি
  7. শিক্ষাঙ্গন
  8. সর্বশেষ
  9. সারাদেশ
 
আজকের সর্বশেষ খবর

মাহফুজ আলমের পক্ষ নিয়ে যা বললেন আসিফ নজরুল!

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে “মিথ্যা ও কুৎসা’’ ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রবিবার রাতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাহফুজ আইজিতে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ধারাবাহিকভাবে জোরালো কণ্ঠস্বর হয়ে থেকেছে। তার বিরুদ্ধে নোংরা মিথ্যাচার ছড়ানো বন্ধ করুন।’’

এর আগে গতকাল এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।

তিনি লিখেন, ৭১–এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে। (পাকিস্তান অফিশিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারো ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে-বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।

মাহফুজ আলম আরও লিখেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদিবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এ সকল বিটিম ও শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলেন এমন তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরেছে। এর উত্তর হিসেবেই আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।