নিজস্ব প্রতিবেদক: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ২ ও ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘বগুড়া জেলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক ও ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বগুড়া অঞ্চলের ইতিহাস, প্রত্নতত্ত্ব, লোকজ সংস্কৃতি, সামাজিক কাঠামো ও ঐতিহ্য নিয়ে গবেষণাভিত্তিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে তরুণ গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গবেষণাভিত্তিক শিক্ষা একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এবং সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ পৃথকভাবে তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁদের গবেষণায় বগুড়া অঞ্চলের ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়।
শিক্ষকদের পাশাপাশি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার ও সাবের হোসেন সৌরভ এবং প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী জেরিন আক্তারসহ তৃতীয় ও চতুর্থ বর্ষের মোট ১০ জন শিক্ষার্থী ১১টি গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁদের গবেষণায় বগুড়া জেলার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, লোকজ ইতিহাস, স্থানীয় পরিচয় এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

