ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাবুগঞ্জ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত 

নুর হোসেন বেল্লাল
জানুয়ারি ১১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বাবুগঞ্জে প্রতিনিধিঃ ব্যতিক্রমী সাফা ক্যাবল নেটওয়ার্ক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তরুণ জাগো ও মোল্লা কিংস অংশগ্রহণ করে। নির্ধারিত সময় এক এক গোলে সমতা থাকায় উভয় দলকে যুগ্ন-চ্যাম্পিয়ন ঘোষণা দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ঈদল কাঠির কৃতি সন্তান ডাঃ আবদুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব, বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুর রহমান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক মোঃ নুরুন্নবী রাসেল, দেহেরগতি ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস।

খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক দর্শনার্থী ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের দাবি জানান।

এছাড়া নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

লন্ডন প্রবাসী ডাঃ আবদুল আউয়াল বলেন, কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্মও কিশোর যুবসমাজ তথ্যপ্রযুক্তির এই যুগে হাডুডুডু খেলার নামটিও ভুলতে বসেছে। তাই খেলাটির ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।