ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে গবেষণা বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহমুদুল হাসান
জানুয়ারি ৭, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে “Essentials of Research at Undergraduate Level” শীর্ষক একটি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটির আয়োজন করে IUBAT Economics Research Society (IERS)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির অর্থনীতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রাসূল। তিনি তার বক্তব্যে বলেন, গবেষণা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তবমুখী করে তোলে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। এ সময় তিনি গবেষণায় নৈতিকতা, নিয়মিত চর্চা এবং বাস্তবভিত্তিক বিষয় নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IUBAT Economics Research Society-এর সভাপতি শাকিল আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা এবং একটি কার্যকর একাডেমিক গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সোসাইটির প্রধান উদ্দেশ্য।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বিলকিস রাইহানা এবং লেকচারার ঐশী দাস। তারা গবেষণার প্রাথমিক ধারণা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে IUBAT Economics Research Society-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং নবনিযুক্ত সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াবে এবং অর্থনীতি বিষয়ে মানসম্মত গবেষণা চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।