ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জকসু নির্বাচন: ২৮ কেন্দ্রের ফল ঘোষণা, ৩২১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩ হাজার ৪৪০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ১১৯ ভোট। এতে রিয়াজুল ইসলাম ৩২১ ভোটে এগিয়ে রয়েছেন।

এর আগে কয়েকটি কেন্দ্রে পিছিয়ে থাকলেও ধারাবাহিকভাবে একাধিক কেন্দ্রে জয় পাওয়ায় ভিপি পদে রিয়াজুল ইসলামের লিড ক্রমেই বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে জকসুর শীর্ষ অন্য দুই পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আরিফ এখন পর্যন্ত বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। একইভাবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, কয়েক দফা পেছানোর পর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৮ হাজার ১৭০ জন।

কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ফলাফলের চূড়ান্ত চিত্র পাওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।